শক্তিমান চাকমাকে হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

শক্তিমান চাকমাকে হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

শেয়ার করুন

Rangamati manob bandhan-06-05-18পুলক চক্রবর্তী রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটি নানিয়ারচরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমার হত্যার প্রতিবাদে আজ রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবি সমিতি। রাঙ্গামাটি জেলা জজ কোর্ট প্রাঙ্গণে সামনে সকালে অনুষ্ঠিত এই মানববন্ধনে রাঙ্গামাটি আইনজীবি সমিতির শতাধিক আইনজীবি ও তাদের সহকারীগণ অংশ নিয়ে শক্তিমান চাকমার হত্যাকান্ডের প্রতিবাদ জানান।

রাঙ্গামাটি আইনজীবি সমিতির সভাপতি পিপি রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীন আইনজীবি জ্ঞানেন্দু বিকাশ চাকমা, প্রতিম রায় পাম্পু, সুস্মিতা চাকমা, মোক্তার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আইনজীবিরা এ্যাডভোকেট শক্তিমান চাকমার হত্যাকান্ডকে কাপুরুষ রোচিত ঘটনা বলে আখ্যায়িত করে বলেন, পার্বত্য অঞ্চলের স্থানীয় আঞ্চলিক দলগুলোর হিংসা, বিদ্বেষ ও হানাহানির রাজনীতির কারণে এ্যাডভোকেট শক্তিমান চাকমাকে নিমর্ম ভাবে খুন হতে হয়েছে। এই অবস্থা চলতে দেয়া যায়না। পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিত দেন আইনজীবি নেতৃবৃন্দ।