পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ৭২ ঘণ্টার হরতাল প্রত্যাহার

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ৭২ ঘণ্টার হরতাল প্রত্যাহার

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি :

প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে মাইক্রোবাস চালক মো: সজিব হত্যাকারীদের গ্রেপ্তার এবং অপহৃত তিন বাঙ্গালীকে উদ্ধারের দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের চলমান ৭২ ঘন্টার হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

আজ ভোর ৬টা থেকে বিকেল পর্যন্ত হরতাল শান্তিপূর্নভাবে পালিত হয়। হরতালের কারণে সকাল থেকে জেলার দুরপাল্লা ও অভ্যন্তরীন সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরের ব্যবসা প্রতিষ্ঠানও খোলেনি। সকালে হরতাল সমর্থকরা সদর উপজেলা পরিষদের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রর্দশন করে। এছাড়া বিভিন্ন স্থানে পিকেটিং করে। বিকেলে সংগঠন দুটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতাল প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

গত শুক্রবার সকালে রাঙামাটি জেলার নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শক্তিমান চাকমা। তারই শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে একই উপজেলার বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আরো ৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। এরও আগে ৩জন বাঙালিকে অপহরণ করা হয়।  তারই প্রেক্ষিতে এই হরতালের ডাক দেয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।