লক্ষ্মীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

লক্ষ্মীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি :

ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় লক্ষ্মীপুরে রামগতি বাজারে বিজয় ও পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজয়ী প্রার্থী মুন্না ও পরাজিত প্রার্থী ফারুক হোসেনের সমর্থকদের মধ্যে গতরাতে এ ঘটনা ঘটে। দুইজনই আওয়ামীলীগ সমর্থিত। এসময় কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মোতালেব হোসেনের অবস্থায় আশংকাজনক।

অপরদিকে আজ বৃহস্পতিবার ভোররাতে রামগতি বাজারে অভিযান চালিয়ে ৪জনকে আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ ও বিচার চেয়ে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান-পাট বন্ধ করে ধর্মঘটের ডাক দিয়ে ব্যবসায়ীরা।

পুলিশ ও ব্যবসায়ীরা জানায়, গত ২৩ মে রামগতি উপজেলার চরআলগী,বড়খেরী ও চরআবদুল্লাহ তিনটি ইউপিতে ভোট হয়। ওই ভোটে স্থানীয় বড়খেরী ইউপির ৫নং ওয়ার্ড থেকে সদস্য পদে ফারুক হোসেন পরাজিত হয়। ওইদিন সন্ধ্যায় ভোট না দেয়ায় রামগতি বাজারে ফারুক হোসেন ও তার লোকজন নিয়ে প্রতিপক্ষ বিজয় প্রার্থী মুন্না সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনার জের ধরে বিজয় প্রার্থী মুন্নার সমর্থকরা বুধবার রাতে পাল্টা হামলা চালায়। এ নিয়ে দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় মোতাবেল হোসেন,ফারুক হোসেন,আবুল কালাম ও মহিউদ্দিনসহ  উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়। আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্্র ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  এ ঘটনার প্রতিবাদ ও বিচার চেয়ে রামগতি বাজারে ধর্মঘটের ডাক দেয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান-পাট বন্ধ করে ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা। এ ঘটনার পর দুই-পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ইউপি সদস্য পদে বিজয়ী মুন্না স্থানীয় সংসদ সদস্য মো, আবদুল্লাহ আল মামুনের সমর্থক ও পরাজিত প্রার্থী ফারুক হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদের সমর্থক। তারা দুইজনই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।

রামগতি বাজার ব্যবস্থা কমিটির সভাপতি মো. আজাদ উদ্দিন জানান,কিছুই হলে ব্যবসায়ীদের ওপর হামলা ও দোকানপাট ভাংচুর করা হয়। এসব ঘটনার প্রতিবাদ ও বিচার চেয়ে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যবসায়ীরা। অনতিবিলম্ভে এসব হামলা বন্ধ ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসুচি দেয়া হবে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুুুতি চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।