রাঙ্গামাটিতে সমাবেশ ও শোভাযাত্রার মধ্যদিয়ে আদিবাসী দিবস পালিত

রাঙ্গামাটিতে সমাবেশ ও শোভাযাত্রার মধ্যদিয়ে আদিবাসী দিবস পালিত

শেয়ার করুন

Rangamati pic-09-08-17পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের সমাবেশ ও শোভাযাত্রার মধ্যদিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আদিবাসী সমাবেশ। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষেরা মিছিল ও শ্লোগানে অংশ নেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার উদ্যোগে সকাল ৯টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা।

সংগঠনের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা, আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টুমণি তালুকদার বক্তব্য রাখেন।

সভায় বক্তারা, অবিলম্বে আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ আদিবাসীদের মৌলিক অধিকারগুলো মেনে নিতে সরকারে প্রতি আহবান জানান।