যশোরে আকরাম মোল্লা হত্যা মামলায় সাবেক সাংসদসহ ৮ জনকে যাবজ্জীবন

যশোরে আকরাম মোল্লা হত্যা মামলায় সাবেক সাংসদসহ ৮ জনকে যাবজ্জীবন

শেয়ার করুন

 

যশোর প্রতিনিধি :

যশোরের নওয়াপাড়ার ডা. আকরাম আলী মোল্লা হত্যা মামলার রায়ে সাবেক সাংসদসহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে, খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, সাবেক সংসদ সদস্য এসএম আমিন উদ্দিন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাব্লু, নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলার আসাদুজ্জামান আসাদসহ আরো ৪ জন।

সাজাপ্রাপ্ত ২ জন পলাতক রয়েছে। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর ৪ আসামিকে খালাস দেয়া হয়েছে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

২০০৬ সালের ১৩ আগস্ট ডা. আকরাম বাড়ি ফেরার পথে অভয়নগর উপজেলা হাসপাতাল রোডে সন্ত্রাসীরা বোমা মেরে তাকে হত্যা করে।