মুন্সীগঞ্জে রোগীর স্বজনদের হাতে চিকিৎসক লাঞ্ছিত, মানববন্ধন

মুন্সীগঞ্জে রোগীর স্বজনদের হাতে চিকিৎসক লাঞ্ছিত, মানববন্ধন

শেয়ার করুন

Photo munshiganj 14.03 (2)মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মায়ের চিকিৎসায় অসন্তুষ্ট হয়ে বন্ধুদের নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করেছেন রাকিব (২২) নামের এক যুবক।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় দিকে বহি:বিভাগের সিনিয়র কনসালটেন্ট নাক-কান-গলার চিকিৎসক শেখ মো. মুনির উদ্দীনের চেম্বারে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, মায়ের চিকিৎসা নিতে সাড়ে ১১ টার দিকে রাকিব বহি:বিভাগের কনসালটেন্ট মো. মুনির উদ্দীনের কাছে যায়। চিকিৎসক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করেন। এই ঘটনায় অসন্তুষ্ট হয়ে ঘণ্টা খানেক পর কয়েকজন বন্ধু নিয়ে রাকিব চিকিৎসকে মারধর করে।

আবাসিক চিকিৎসক শাখাওয়াৎ হোসেন জানান, কোন কারণ ছাড়াই বহিরাগতরা হাসপাতালে প্রবেশ করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে তা দায়িত্ব পালন হুমকির মধ্যে পরে যাবে।

তিনি আরও জানান, এই ঘটনার প্রতিবাদে জেনারেল হাসপাতালের চিকিৎসক ও বি এম এর মুন্সীগঞ্জ শাখা মঙ্গলবার মানব বন্ধন কর্মসূচি ও  জরুরী চিকিৎসা প্রদানে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চিকিৎসা সেবা দানে বর্জনের ঘোষণা দিয়েছে।

এই ঘটনায় পুলিশ রাকিবের সহযোগী মিঠুকে আটক করেছেন বলে জানান আরএমও।