মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

শেয়ার করুন

মংলা প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়ায় মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। একই সাথে আদালত আসামীকে কুড়ি হাজার টাকা জরিমানা করে।

আসামী উজ্জ্বল শেখের (৩৮) উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন। উজ্জল বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের  শেখ ফজলুর রহমানের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁশুলী সীতা রানী দেবনাথ বলেন, মাদকাসক্ত ছেলে ২০১৩ সালের ২ জুন দুপুর বেলায় কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা কোদাল দিয়ে তার মা শাহিদা বেগমকে মাথায় কোপ দেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শাহিদা বেগমের মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের স্বামী শেখ ফজলুর রহমান বাদী হয়ে ছেলে উজ্জ্বল শেখের বিরুদ্ধে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আটজন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক মঙ্গলবার এই ফাঁসির আদেশ দেন। মামলায় আসামীপক্ষে আইনজীবী ছিলেন মো. মনিরুজ্জামান।