মা ইলিশ ধরায় মাদারীপুরের আট জেলেকে কারাদণ্ড

মা ইলিশ ধরায় মাদারীপুরের আট জেলেকে কারাদণ্ড

শেয়ার করুন

মাদারীপুরমাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরের পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে পদ্মা নদী  থেকে ৯ জন জেলেকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৮ জেলেকে ৭ দিন করে কারাদণ্ড এবং এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এর নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি দল পদ্মার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করে। পরে সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এই সাজা দেয়া হয়। আটককৃত জেলেরা হলেন দুদু মিয়া, আব্দুল মান্নান, আলমগীর তালুকদার, আজাহার, ইদ্রিস হাওলাদার, মান্নান মিয়া, চানমিয়া, আব্দুল মালেক ও দেলোয়ার হোসেন।

মাদারীপুরের শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন, ‘ইলিশের এই প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ। তারপরও জেলেরা রাতের আঁধারে মাছ ধরে যাচ্ছে। আমরা মাছ ধরা বন্ধে এ অভিযান পরিচালনা করছি। পুরো মৌসুম জুড়েই আমাদের অভিযান চলবে।’