নিজ শিক্ষার্থীকে উত্যক্ত করায় শিক্ষকের কারাদণ্ড

নিজ শিক্ষার্থীকে উত্যক্ত করায় শিক্ষকের কারাদণ্ড

শেয়ার করুন

pic-punishment-school-teacher-jamalganjসুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আলহাজ্ব ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন সহকারী শিক্ষক মোস্তফা রকিব ভুইয়াকে নিজ বিদ্যালয়ের ছাত্রীকে উত্যক্ত করাসহ অশালীন কার্যকলাপের অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ঐ শিক্ষক জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ঐ শিক্ষককে পুলিশ আটকের পর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট তসলিমা আহমদ পলি এই দণ্ডাদেশ প্রদান করেন। উল্লেখ্য, অভিযুক্ত ঐ স্কুল শিক্ষক মোস্তফা রকিব ভুইয়ার বিরুদ্ধে অশালীন কাজের বিচার চেয়ে বিদ্যালয়ের দশম শ্রেণীর এক মেধাবী ছাত্রী সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছিল।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আলহাজ্ব ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয়ের পিতৃ-মাতৃহীন দশম শ্রেণীর ঐ ছাত্রী চাচার বাড়ীতে থেকে পড়ালেখা করছে। গত জুলাই মাসে মোস্তফা রকিব ভুইয়া সহকারী শিক্ষক হিসাবে বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই ঐ ছাত্রীকে দেখলে আজে বাজে কথাসহ নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। প্রথমে ঐ ছাত্রী বিষয়টি পরিবারের কাউকে জানায় নি। এক পর্যায়ে ওই শিক্ষক তাকে কুপ্রস্তাব দিতে থাকে। তার ক্লাসের খাতায় এমনকি পরীক্ষার খাতায় নানান ধরনের ইঙ্গিতপূর্ন কথা-বার্তা লিখে দেন। তাকে নানা ধরনের প্রলোভন দেখান। উপায় না পেয়ে সম্প্রতি ওই ছাত্রী পুরো বিষয়টি পরিবারকে জানায়।

অভিভাবকরা অভিযুক্ত শিক্ষক মোস্তফা রকিব ভুইয়ার কাছে বিষয়টি জানতে চাইলে উল্টো বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপজেলা চেয়ারম্যান ঝুনু মিয়ার প্রভাব দেখিয়ে হুমকি দেন। ছাত্রীর চাচা গত শনিবার শিক্ষক ও ঝুনু মিয়ার কাছে পুনরায় এই বিষয়টির সম্পর্কে জিজ্ঞাসা করলে তাকে মারধর করা হয়। এসময় তাকে গ্রাম ছাড়া করার হুমকি দেয়া হয়। বর্তমানে ওই ছাত্রীর আহত চাচা সুনামগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই ছাত্রী গত রবিবার দুপুরে ইসলাম শিক্ষা পরীক্ষা দিতে গেলে অভিযুক্ত শিক্ষক রকিব তাকে স্কুল থেকে বের করে দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা আহমদ পলি বলেন,‘ স্কুল ছাত্রীর অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে আটক করেছিল। সকল স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে ৬ মাসের  বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’