মানিকগঞ্জে হত্যা ও ডাকাতি মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে হত্যা ও ডাকাতি মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

শেয়ার করুন

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইরে উমা দেবীকে হত্যা ও ডাকাতি মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর এই রায় দেন। এসময় সাজাপ্রাপ্ত ৫ জনের মধ্যে তিনজন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মোঃ ইছহাক ভুইয়া, ঈমান আলী ফকির, বাচ্চু মিয়া, সহিদুল ইসলাম ও নান্নু মিয়া। এদের মধ্যে ইমান আলী ও নান্নু মিয়া পলাতক রয়েছে।

২০১০ সালের ৯ আগষ্ট রাতে উমা দেবীর বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে। এসময় তাদের বাঁধা দিলে তারা উমা দেবীকে খুন করে পালিয়ে যায়। ঘটনার পরদিন উমা দেবীর ছেলে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তীর বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে পুলিশ তিন আসামিকে আটক করে।