মাদারীপুরে সাংবাদিক শহিদুল ইসলামকে ৪৮ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবি

মাদারীপুরে সাংবাদিক শহিদুল ইসলামকে ৪৮ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবি

শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলামকে, ৪৮ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে তাঁরা, শহিদুলের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা তুলে নেওয়ারও দাবি জানান।

মানববন্ধনে বক্তারা জানান, শুক্রবার দুপুরে পূর্ব এনায়েতনগরে নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গেলে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদারের সমর্থকরা শহিদুল ইসলামের ওপর হামলা চালায়।

খবর পেয়ে কালকানি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে আসে। এ সময় চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই সরোয়ার তালুকদার ও নাজমুল খানকে আটকও করা হয়। পরে ওই রাতে চাঁদাবাজির মিথ্যা মামলায়, পুলিশ শহিদুলকে গ্রেফতার করে বলে অভিযোগ করেন তাঁর সহকর্মীরা। শনিবার মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা বেগম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।