ট্যানারি মালিকদের ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ মওকুফ

ট্যানারি মালিকদের ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ মওকুফ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশের ক্ষতিপূরণ বাবদ ১৪২ ট্যানারির বকেয়া ৩০ কোটি ৮৩ লাখ টাকা মওকুফ করে এককালীন ৫০ হাজার টাকা করে জমা দিতে বলেছেন সর্বোচ্চ আদালত।

ট্যানারিগুলোকে ১৫ দিনের মধ্যে ওই টাকা শ্রম মন্ত্রণালয়ে জমা দিতে হবে। হাজারীবাগ থেকে যেসব কারখানা সাভারে যাবে, তাদের শ্রমিকদের পুনর্বাসন ও কল্যাণে ওই অর্থ ব্যয় করবে শ্রম মন্ত্রণালয়।

ট্যানারি মালিকদের একটি আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রোববার এই আদেশ দেয়| পরিবেশের ক্ষতিপূরণ বাবদ বকেয়া অর্থ পরিশোধের আদেশ স্থগিত এবং প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানার রায় পুনর্বিবেচনার জন্য এই আবেদন করেছিলেন ট্যানারি মালিকরা।

আদালতের নির্দেশের পরও সাভারের চামড়া শিল্প নগরীতে না গিয়ে যেসব চামড়া কারখানা রাজধানীর হাজারীবাগে থেকে গেছে, শনিবার তাদের গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।