মগবাজার বিস্ফোরণে নিহত হন জয়পুরহাট পাচবিবির রুহুল আমিন নোমান

মগবাজার বিস্ফোরণে নিহত হন জয়পুরহাট পাচবিবির রুহুল আমিন নোমান

শেয়ার করুন

Screenshot (182)

রুহুল আমিন নোমানের শোকাহত স্বজনেরা। ছবি- এটিএন টাইমস

।। রফিকুল ইসলাম রফিক, জয়পুরহাট ।। 
ঢাকার মগবাজারে ভবন বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন জয়পুরহাটের পাচবিবি টিএন্ডটি মহল্লায় ডাঃ খয়বরের একমাত্র
পুত্র ইলেকট্রিক ইঞ্জিনিয়ার রুহুল আমিন নোমান। ঈদের আগেই বাড়ি ফেরার কথা, তবে তার আগেই আসলেন লাশ হয়ে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের অকাল মৃত্যুতে দিশেহারা পরিবার। ২ বছরের একটি কন্যা সন্তান জানতেও
পারলো না তার বাবা আর নেই। নিহত নোমান আড়াই বছর পুর্বে বিয়ে করেন । তাঁর ঘর আলো করে
একটি কন্যা সন্তান আসে সংসারে। নাম তার রুবাইয়া জান্নাত নোহা, বয়স ২ বছর।

নোমান ঢাকার একটি বিশ্ব বিদ্যালয়ে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পাশ করে রহমান এসোসিয়েট নামে একটি কোম্পানিতে যোগ
দেন। রবিবার অফিস শেষ করে শান্তিবাগ এলাকায় বাসায় ফিরছিলেন। মগবাজার এলাকায় আসলে প্রচণ্ড বিস্ফোরণে ছাদ ধসে
তিনি ঘটনাস্থলেই মারা যান। মঙ্গলবার সকালে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।