আড়িয়াল খাঁ নদে বাঁধ দিয়ে রেণু পোনা শিকার

আড়িয়াল খাঁ নদে বাঁধ দিয়ে রেণু পোনা শিকার

শেয়ার করুন

faridpur pic
।। কামরুজ্জামান সোহেল, ফরিদপুর ।।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকায় আড়িয়াল
খাঁ নদে আড়া-আড়ি বাঁধ দিয়ে ডিমওয়ালা মাছ ও রেণু-পোনা অবাধে নিধন
করার অভিযোগ উঠেছে। ফলে উক্ত নদে রেণু-পোনা শূন্য হওয়ার সম্ভাবনা দেখা
দিয়েছে। আইনগত দিক দিয়ে রেনু-পোনা ধরা নিষিদ্ধ থাকলেও এখানে কেউই
আইন মানছেন না।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই বর্ষা মৌসুমের শুরু থেকে এক শ্রেণীর
অসাধু মৎস্য শিকারীরা আড়িয়াল খাঁ ও ভূবনেশ্বর নদের সংযোগ খালের বিভিন্ন
স্থানে বাঁধ দিয়ে কারেন্ট জাল ও মশারী জাল দিয়ে অবাঁধে পোণা মাছ নিধন করে
যাচ্ছে। এ বছরও বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে অবাদে মাছের রেনু পোনা ধরছে
স্থানীয়রা। বিষয়টি নিয়ে একাধিক বার মৎস্য বিভাগকে জানানো হলেও তারা
কোন ব্যবস্থা নেয়নি। সংশ্লিষ্ট মৎস্য বিভাগের এ ব্যাপারে কোন মাথা ব্যাথা
নেই। উম্মুক্ত জলাশয়ে বাঁধ দেয়ার কারণে উক্ত নদ দিয়ে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে
জনগণ ভোগান্তির শিকার হচ্ছে।
এ ব্যাপারে সদরপুর উপজেলা মৎস্য অফিসার তাসনিয়া তাসমিমের সাথে কথা হলে
তিনি বলেন, লকডাউনের কারণে এলাকা পরিদর্শণ করতে পারছিনা। লকডাউন শিথিল
হলে এলাকায় গিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।