ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ও ভোলায় দুই মামলা

ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ও ভোলায় দুই মামলা

শেয়ার করুন

moinul-20181020155047এটিএন টাইমস ডেস্ক :

বিশিষ্ট সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় এবার ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ও ভোলায় মানহানির মামলা হয়েছে।

দৈনিক অবজারভারের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আয়েশা আহমেদ লিজা দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদ মামলাটি গ্রহণ করে বিকেলে আদেশের সময় ধার্য্য করেছেন। ভোলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন জেলা মহিলা যুবলীগের আহ্বায়ক খাদিজা আক্তার।মামলাটি গ্রহণ করে তদন্তের আদেশ দিয়েছেন আদালত।

গত ১৬ অক্টোবর রাতে একাত্তর টেলিভিশনের টকশোতো সাংবাদিক মাসুদা ভাট্টি ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রশ্ন করলে এর উত্তরে মাসুদা ভাট্টিকে মইনুল হোসেন অশোভন মন্তব্য করেন। এরপর থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানানো হলেও তিনি ক্ষমা চাননি।