নিরাপদ সড়ক দিবসে নতুন সড়ক আইনে মামলা

নিরাপদ সড়ক দিবসে নতুন সড়ক আইনে মামলা

শেয়ার করুন

5aae1020aa22bb66027fb1f986e888dc-59eb816d5d704
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে এবারই প্রথম নতুন সড়ক আইনে মামলা হয়েছে। মোহাম্মদপুর থানায় এই মামলায় ঘাতক চালকের ৫ বছরের সাজার আবেদন করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে চাওয়া হয়েছে ৫ দিনের রিমান্ড।

সন্তানের লাশ ফিরে পেতে মায়ের এমন আহাজারি রাজধানীর মোহাম্মদপুর থানার বারান্দায়।

রোববার রাত ১০টার দিকে এই থানার কাছেই পিকআপের চাকায় পিষ্ট হয়ে তাঁর ১ বছরের কন্যা নাবিলা মারা যায়। নাবিলার মামা রাসেল খান জানান : বোন-ভাগনিকে নিয়ে রিকশা চড়ে নিউমার্কেট থেকে আদাবরের বাসায় ফিরছিলেন তারা। ঘটনাস্থলে রাস্তার স্পিড ব্রেকার পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে শিশু নাবিলা ছিটকে পড়ে। বেপরোয়া গতির কারণে ঘাতক পিকআপটি আর নিয়ন্ত্রণ করতে পারেনি এর চালক।

রাতেই পিকআপ ও তার চালককে আটক করা হয়। আর নাবিলার মৃতদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। কিন্তু মৃতদেহের জন্য হাসপাতাল থেকে থানা। আর থানা থেকে হাসপাতালে স্বজনদের ছুটাছুটি। কেন গড়িমসি?

অবশেষে নাবিলার মৃত্যুর ১৪ ঘণ্টা পর থানায় মামলা নেয়া হয়। চালক আবদুল হামিদের কোনো লাইসেন্স আছে কিনা কিংবা তাঁর গাড়ির বৈধ কাগজপত্রের কোনো হদিস দিতে পারেন নি পুলিশ।