বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় বিপর্যয়ে বরগুনাবাসি

বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় বিপর্যয়ে বরগুনাবাসি

শেয়ার করুন

বরগুনা_ম্যাপ

বরগুনা প্রতিনিধি:

পূর্ণিমার জোয়ারে উত্তাল বরগুনার প্রধান তিনটি নদী। পানির চাপে ভেঙে গেছে জেলার ১৯টি পয়েন্টে বেড়িবাঁধ।

মানবেতর জীবন যাপন করছে এসব এলাকার লোকজন। সাময়িক মেরামত আর ঠিকাদারদের হরিলুটে বেড়িবাঁধ মজবুত করে তৈরি হয় না বলে অভিযোগ স্থানীয়দের। তাই জোয়ারের পানির চাপেই বাঁধ ভেঙে যায়।

একদিকে প্রবল বেগে আসছে উত্তরের পানির স্রোত, অন্যদিকে পূর্নিমার তিথির জোয়ার। বরগুনার তিনটি নদী পায়রা, বিষখালী ও বলেশ্বরে পানি বইছে বিপদ সীমার ৪২ সেমি উপর দিয়ে। নতুন করে ভেঙ্গেছে ১৯টি পয়েন্টে প্রায় ৮ কিলোমিটার বেড়িবাঁধ।

পানিবন্দি জেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ। তলিয়ে গেছে বসতভিটা, ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। অনেকে ঠাঁই নিয়েছে ভাঙা বেড়িবাঁধের ওপর।

এলাকাবাসী জানান,  প্রতিবছরই ভাঙ্গে এসব এলাকার বেড়িবাঁধ। কিন্তু সেগুলো তাড়াহুড়ো করে সাময়িক মেরামত করা হয়। এছাড়া ঠিকাদারদের হরিলুটের কারণে মজবুতভাবেও তৈরি করা হয় না।

এ অবস্থায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আন্দোলনেও নেমেছে ভাঙ্গন কবলিত এসব এলাকার মানুষ। তবে ভাঙা বাঁধগুলো দ্রুত মেরামতের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।