বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে: সিইসি

বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে: সিইসি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য প্রতিবারই উদ্যোগ নেওয়া হয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শেষে সার্বিক বিষয় তুলে ধরেন সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ।

সিইসি বলেন, ‘আজকের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সবাইকে ধন্যবাদ। শান্তিপূর্ণ ভোট প্রদানে ভোটারদেরও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবারই এমন উদ্যোগ নেওয়া হয়।’

তিনি আরও বলেন ‘ভোটে সবার জন্য সমান সুযোগ-সুবিধা ছিলো। এর আগে সব প্রার্থীর সঙ্গে মতবিনিময় করি। এবং সমস্যা নিরসনে পর্যাপ্ত ব্যবস্থা করেছি। ভোটে ব্যাপক-সংখ্যক সাংবাদিক ও পর্যবেক্ষক ছিলেন। বিভিন্ন টিভি চ্যানেলের খবর মনিটরিং করেছি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। যার ফলে একটা শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ ভোট হয়েছে নারায়ণগঞ্জে।’