বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

শেয়ার করুন

সড়ক দুর্ঘটনা road-accident-atn-times
এটিএন টাইমস ডেস্ক :

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরো ৫ জন। আহতের সংখ্যা কমপক্ষে ১৮ জন।

খুলনার পাইকগাছা থেকে ছেড়ে আসা শহরমুখী মৌমিতা পরিবহন নামের একটি লোকাল বাস, বৃহস্পতিবার দুপুরে, অন্য একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি সড়কের পাশের ডোবায় পড়ে গেলে, ছাদে থাকা যাত্রীরা চাপা পড়ে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে কয়রার শরিফুল ইসলাম ও আব্দুর রাজ্জাকের পরিচয় জানিয়েছে পুলিশ। বাকি তিনজনের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

বাসের বেপরোয়া গতি এবং ছাদে অতিরিক্ত লোক বোঝাই করার এমন দুর্ঘটনা বলে অভিযোগ আহতদের।

একই দিনে, ভোলার চরফ্যাশনে ব্যাটারি চালিত যাত্রীবাহী বোরাক ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিহতরা হলেন, মো. মনছুর সিকদার, ও সিয়াম। আহত হয়েছে আরো ৬ জন।

এছাড়া বৃহস্পতিবার জামালপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে।