জুলাই থেকে ই-পাসপোর্ট প্রকল্পের কাজ শুরু

জুলাই থেকে ই-পাসপোর্ট প্রকল্পের কাজ শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জুলাই থেকে ই পাসপোর্ট প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। জাতীয় অর্থনৈতিক কাউন্সিলেল নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে একনেকের ২৬ তম সভা। সভায় প্রায় ১৮ হাজার ৩৭২ কোটি টাকার ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

পরিকল্পনা মন্ত্রী বলেন, জুলাই থেকে শুরু হওয়া ই-পাসপোর্ট প্রকল্পের কাজ শেষ হবে এ বছরেরর মধ্যেই। নতুন এই প্রকল্পের জন্য ৪ হাজার ৩৩৬ কোটি টাকা ব্যায়ের অনুমোদন দিয়েছে একনেক। সভায় হাওর অঞ্চলে সব সড়ক এলিভেটেডে এক্সপ্রেস ওয়ে এর আদলে নির্মানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।