বান্দরবানে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

বান্দরবানে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

শেয়ার করুন

bandarban-pic

জেলা প্রতিনিধি :

“সন্ত্রাস নয় জঙ্গিবাদ নয় এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশ গ্রহণ করে।

উইমেনস্ অ্যাকটিভ ভয়েস ইন ইলেকশনস্ ও অনন্যা কল্যাণ সংগঠন যৌথ ভাবে এই কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে  বক্তব্য রাখেন নারী নেত্রী ডনাই প্রু নেলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংসো মং মারমা, প্রয়াস সংগঠনের সভাপতি আবদুল মোমেন, সংগঠক নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে।

শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের বিভিন্ন দেশের অবস্থা আরও অস্থিরতাপূর্ন ও সংঘাতময়। শান্তি প্রতিষ্ঠায় দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

আগামী ৭ অক্টোবর দেশব্যাপী বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাথে একযোগে সৈয়দ শামসুল হক স্মরণে আয়োজিত আবৃত্তি অনুষ্ঠানেও অংশগ্রহণ করবে মাদারীপুরের উদ্ভাস আবৃত্তি সংগঠন।