বান্দরবানের আশ্রয় শিবিরগুলোতে বাড়ছে রোহিঙ্গাদের চাপ

বান্দরবানের আশ্রয় শিবিরগুলোতে বাড়ছে রোহিঙ্গাদের চাপ

শেয়ার করুন

বান্দরবান প্রতিনিধি :

মিয়ানমারে সহিংসতা বন্ধ না হওয়ায়, বান্দরবানের আশ্রয় শিবিরগুলোতে বাড়ছে রোহিঙ্গাদের চাপ।

কক্সবাজারের বালুখালী, কুতুপালং, লেদা এবং বান্দরবানের ঘুনধুম, তুমব্রু, চাকঢালা ও আশারতলি আশ্রয় শিবিরগুলোতে এখনো আসছে রোহিঙ্গারা। তাদের চাপ দিন দিন বাড়তে থাকায়, দেখা দিয়েছে পানি ও স্যানিটেশন ব্যবস্থার তীব্র সঙ্কট। দূষিত পানি পান ও যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করায় আশ্রয় শিবিরগুলোতে ছড়িয়ে পড়ছে নানা রোগ-ব্যাধি। সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিশু ও নারীরা।

পরিস্থিতি মোকাবেলায় জরুরিভিত্তিতে তিন হাজার নলকূপ ও পাঁচ হাজার সেনিটারি লেট্রিন স্থাপনের কাজ শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। সংশ্লিষ্টদের আশঙ্কা, শিবিরগুলোতে মানুষের চাপ এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।