আন্তর্জাতিক চাপের মুখে ঢাকায় আসছেন মিয়ানমারের মন্ত্রী

আন্তর্জাতিক চাপের মুখে ঢাকায় আসছেন মিয়ানমারের মন্ত্রী

শেয়ার করুন

রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র দফতর বিষয়ক মন্ত্রীকে বাংলাদেশে পাঠাচ্ছে মিয়ানমার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মিয়ানমারের মন্ত্রী উ কিয়া তিন্ত সোয়ে রোববার রাতে ঢাকা আসবেন। সোমবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

গত সপ্তাহে মিয়ানমারের সমাজকল্যাণ ও পুনর্বাসনমন্ত্রী উ উইন মিত আয়ে জানিয়েছিলেন, সু চি’র দফতর বিষয়ক মন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য ঢাকা আসবেন। তবে কক্সবাজারে মিয়ানমারের মন্ত্রীর সফরের কোনও পরিকল্পনা নেই।

গত আগস্টে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বিতাড়ন প্রক্রিয়া শুরুর পর, বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার এ নিয়ে আলোচনার কথা বলা হলেও, মিয়ানমারের দিক থেকে এতোদিন কোনো সাড়া পাওয়া যায়নি।