বাঁশঝাড়ে ফেলে যাওয়া রোগীকে উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ

বাঁশঝাড়ে ফেলে যাওয়া রোগীকে উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ

শেয়ার করুন

।। কামরুজ্জামান সোহেল,ফরিদপুর ।।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর পুলিশের কাছে একটি ফোন আসে। জানানো হয়, সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ফতেপুর গ্রামে রাস্তার পাশের বাঁশঝাড়ে মুমুর্ষ অবস্থায় এক ব্যক্তিকে ফেলে রাখা হয়েছে। ফোন পাবার পরই সেখানে ছুটে যান কোতয়ালী থানার ওসি এম এ জলিলসহ পুলিশের একটি দল। রাতেই সেই মুমুর্ষ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় ঔষধ কিনে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান, রাত দেড়টার দিকে ৯৯৯ এ একটি ফোন আসে কোতয়ালী থানায়। ফোনে জানানো হয়, এক ব্যক্তিকে এ্যাম্বুলেন্সে করে এনে বাঁশ বাগানে ফেলে গেছে কয়েক ব্যক্তি। এ সংবাদ পাবার পর পরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে মুমুর্ষ অবস্থায় এক ব্যক্তিকে কাতরাতে দেখি। পরে সেই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। মারাত্বক ভাবে অসুস্থ্য ব্যক্তির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ হাসপাতালে না থাকায় পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান স্যারের নির্দেশে পুলিশের তহবিল থেকে ঔষধ এবং কাপড় কিনে দেওয়া হয়। তিনি বলেন, উদ্ধারকৃত ব্যক্তি মারাত্বক ভাবে অসুস্থ্য এবং ঠিকমতো কথা বলতে পারছেনা। তবে তার নাম তোতা মিয়া বলে জানতে পেরেছি। কারা তাকে ফেলে গেছে এবং তার পরিচয়ই বা কি তা জানার চেষ্টা চলছে। ওসি বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির কোমরে পচন ধরেছে। ধারনা করা হচ্ছে, আগুনে পুড়ে কিংবা বিদ্যুতের তারে জড়িয়ে সে আহত হয়েছে। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে কিংবা হাসপাতালে না নিয়ে অমানবিক আচরন করেছে। পুলিশের পক্ষ থেকে আমরা এ ধরনের অমানবিক ও বিবেকহীন কাজের ধিক্কার জানাই। যারাই এ ধরনের অমানবিক ও বর্বরোচিত কাজের সাথে জড়িত সেই সব কুলাঙ্গারদের বিরুদ্ধে অনুসন্ধান পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।