বরিশাল বিভাগে করোনা আর উপসর্গে ১৮ জনের মৃত্যু আক্রান্ত ৪৩৬

বরিশাল বিভাগে করোনা আর উপসর্গে ১৮ জনের মৃত্যু আক্রান্ত ৪৩৬

শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপতাসহ বরিশাল বিভাগে করোনা পজিটিভে  ৭ জন ও 
করোনা উপসর্গে ১১ জনসহ মোট ১৮ জনের মৃত্যু বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় নতুন  আক্রান্ত-৪৩৬ জন।
 এ বিভাগে মোট আক্রান্ত ১৯,০৭৩ জন ও মোট মারাগেছে ৪৩৬ জন। আক্রান্তের হার শতকরা ৫৯ দশমিক ৫৭ ভাগ ।

Sher_E_Bangla_Medical_College_Hospital

।। মোঃ হুমায়ুন কবির, বরিশাল ।।

গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বরিশাল
বিভাগে করোন পজিটিভে ৭ জন ও করেনা উপসর্গে ১১ জনসহ মোট ১৮জনের মৃত্যু ও বরিশাল বিভাগের ৬
জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪৩৬ জন বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস ও হাসপাতাল
সুত্রে জানানো হয়েছে । এর মধ্যে শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপতারের করোনা ওয়ার্ডে
করোনা পজিটিভে ১ জন ও উপসর্গে ১১ জন মারা গেছে ।

ঝালকাঠী ও পিরোজপুরে ২ জন করে রয়েছে ও পিরোজপুরে এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায়
করোনায় মৃত্যুর সংখ্যা ৩৪৮ জন দাড়িয়েছে । আর আক্রান্ত হয়েছে মোট ১৯,০৭৩ জন । বরিশাল শের-ই-
বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে বর্তমানে ১৭৩ জন রোগী ভর্তি আছে । এ ওয়ার্ডে
মোট ৭৯৬ জন মারগেছে ।

এর মধ্যে করোনায় পজিটিভে ২২৪ জন ও করোনা উপসর্গে ৫৭২ জন । বরিশাল শের-ই-বাংলা মেডিকেল
কলেজ হাসাপতালের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১২ জন করোনা পজিটিভ এসেছে ।

আক্রান্তের হার শতকরা ৫৯ দশমিক ৫৭ ভাগ ।