বরিশালে নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের সভা

বরিশালে নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের সভা

শেয়ার করুন

Screenshot (108)ছবি-এটিএন টাইমস

।। মোঃ হুমায়ুন কবির, স্টাফরিপোর্টার, বরিশাল ।।

প্রার্থী কোন দলের বা মতের তা বিবেচ্য নয়; আমাদের কাজ হলো সবাইকে সমান সুযোগ
দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। করোনার কারণে পিছিয়ে যাওয়ায় এখন বর্ষা মৌসূম শুরু হওয়াতে
পাশাপশি করোনার প্রার্দুভাবের মধ্যেই আমাদের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হচ্ছে।
একথা বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ দুপুরে সার্কিট হাউসের
সভাকক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায়।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কর্মকর্তা আরো বলেন, এর আগের যেমন বরিশাল
বিভাগের কর্মকর্তারা নির্বাচন সম্পন্নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তিনি আশা করছেন এবারও
তারা তাদের দায়িত্ব পালন করবেন। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারীদের প্রতি আহবান করেন,
তারা যেন বিধি বর্হিভূত কোন কাজ না করেন।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন
বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, নগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান,
বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জান । এ সময়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ।