বরিশালে করোনা টেস্টে শতকরা ৭০ ভাগ পজেটিভ আসছে

বরিশালে করোনা টেস্টে শতকরা ৭০ ভাগ পজেটিভ আসছে

শেয়ার করুন
গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপতাপতালের করোনা করোনা ওয়ার্ডে পজিটিভে
৬ জন ও করোনাউপসর্গে ৭ জনসহ মোট ১৩ জনের মৃত্যু বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় নতুন আক্রান্ত ৬২২ জন।
এ বিভাগে মোট আক্রান্ত ২০,১৫৪ জন ও মোট মারা গেছেন ৩৬২ জন। আক্রান্তের হার শতকরা ৬৯ দশমিক ৯৩ ভাগ।

Screenshot (233)

।। মোঃ হুমায়ুন কবির ,বরিশাল ।।
গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোন পজিটিভে ৬ জন ও করেনা উপসর্গে
৭ জনসহ মোট ১৩ জনের মৃত্যু ও বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬২২ জন বলে বরিশাল
বিভাগীয় স্বাস্থ্য অফিস ও হাসপাতাল সুত্রে জানানো হয়েছে । এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৩৬২ জন
দাড়িয়েছে আর আক্রান্ত হয়েছে ২০,১৫৪ জন। বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে
বর্তমানে ২১০জন রোগী ভর্তি আছে । শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা
পরীক্ষায় ১৩০ জন করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার শতকরা ৬৯ দশমিক ৯৩ ভাগ ।