বন্দিতে ঠাসা কুমিল্লা কারাগার, রোগ-বালাইয়ের আশঙ্কা

বন্দিতে ঠাসা কুমিল্লা কারাগার, রোগ-বালাইয়ের আশঙ্কা

শেয়ার করুন

21_bigকুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুন বন্দি রয়েছে। এখানে গাদাগাদি করে থাকাতে বন্দিদের রোগ সংক্রমণের সম্ভাবনা রয়েছে। এদিকে এখানে চিকিৎসকেরও সংকট রয়েছে। এছাড়া লাইব্রেরিতে সমকালীন বইয়ের সংকটের রয়েছে। এ সব সংকট উত্তরণের বিষয়ে সরকারের নিকট সুপারিশ করা হবে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন সদস্য, সাবেক সচিব মো.নজরুল ইসলাম বুধবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,ভিক্টোরিয়া কলেজ ছাত্রী নিহত তনুর কাপড়ে পাওয়া পুরুষের ডিএনএ‘র সাথে সন্দেহভাজন আসামিদের ডিএনএ মিলানো নিয়ে মন্ত্রণালয়ে হবে বলেও জানান মানবাধিকার কমিশন সদস্য নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মো.মামুনুর রশিদ,কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম, জেলার মুজিবুর রহমান,মানবাধিকার কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) কাজী আরফান আশিক ও সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) সুস্মিতা পাইকসহ অন্যান্যরা।