‘জঙ্গিদের মদদদাতা ও অর্থদাতাদের শাস্তি দেয়া হবে’

‘জঙ্গিদের মদদদাতা ও অর্থদাতাদের শাস্তি দেয়া হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জঙ্গিদের মদদদাতা ও অর্থদাতাদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে বগুড়ার শহীদ মিলনায়তনে দুই জঙ্গি সদস্য আত্মসমর্পণ করলে তিনি এ কথা বলেন।

গুলশান হামলায় নিহত জঙ্গি খায়রুলের দুই সহযোগী আব্দুল হাকিম ও মাহামুদুল হাসান নামে দুই জঙ্গি জঙ্গিবাদ ছেড়ে আত্মসমর্পণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে। পর্যায়ক্রমে তারাও আত্মসমর্পণ করবে বলে জানান তিনি।

এদিকে আত্মসমর্পণকারী দুই জঙ্গি অন্যান্য জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান। এ সময় তাদের স্বাভাবিক জীবনে ফিরে আশার জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।