‘ফতেপুরে অভিযান শেষের পর বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান শুরু হবে’

‘ফতেপুরে অভিযান শেষের পর বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান শুরু হবে’

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের ফতেপুরে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শেষ করার পর, বড়হাটের জঙ্গি আস্তানায় পুরোদমে অভিযান শুরু হবে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ কথা জানিয়েছেন।

বড়হাটে জঙ্গি আস্তানার পাশে ব্রিফিং-এ তিনি জানান, মৌলভীবাজারের দু’টি জঙ্গি আস্তানায় অভিযান, বৈরী আবহাওয়ার কারণে আজ সকালে শুরু করা যায়নি।

গত মঙ্গলবার দিবাগত রাত ও গতকাল ভোরে মৌলভীবাজারের বড়হাট ও ফতেহপুরে দু’টি জঙ্গি আস্তানা ঘিরে রাখে পুলিশ। এর মধ্যে ফতেহপুরে গতকালই শুরু হয় ‘অপারেশন হিট ব্যাক। এতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে আছে সোয়াটও। ঝড়-বৃষ্টি কমার পর, ফতেহপুরে জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে সেখানে অভিযান শেষে তল্লাশি চালানো হচ্ছে। এরপর সোয়াট সদস্যরা গেলে বড়হাটে অভিযান শুরু হবে।