নড়াইল সুলতান মঞ্চে শুরু হলো ২দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

নড়াইল সুলতান মঞ্চে শুরু হলো ২দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

শেয়ার করুন
নড়াইল সুলতান মঞ্চে শুরু হলো ২দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
নড়াইল সুলতান মঞ্চে শুরু হলো ২দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

নড়াইল প্রতিনিধি।।

প্রতি বছরের মতো এবারও নড়াইলে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৯টায় সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.রবিউল ইসলাম। নড়াইল ফটোগ্রাফিক সোসাইটি এ প্রদর্শনীর আয়োজন করে।

নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির যুগ্ম আহবায়ক নাজমুল হাসান লিজা জানান,প্রদর্শনীতে উপস্থাপন করা হবে নানা ফটোগ্রাফিকের  নড়াইলের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা পুরাকীর্তিিইতিহাস-ঐতিহ্য,বীরত্বগাথা,শিল্প সংস্কৃতি ও সমৃদ্ধি নিয়ে। এছাড়া বিভিন্ন শিল্পীদের ৩৮টি চিত্র প্রদর্শন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান শাহানা বেগম,চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম,নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির সদস্য সচিব মাছুম জব্বারী,গণমাধ্যমকর্মী আসাদ রহমান প্রমুখ।