নড়াইলে সুলতান উৎসবের শেষ দিন

নড়াইলে সুলতান উৎসবের শেষ দিন

শেয়ার করুন

নড়াইল প্রতিনিধি:

উৎসব মুখর পরিবেশে নড়াইলে বৃহস্পতিবার শেষ হচ্ছে সুলতান উৎসব। তিন দিনব্যাপি উৎসবের শেষ দিনে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

সুলতানচিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। তিন দিনব্যাপি উৎসব ঘিরে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা, মাগুরাসহ দেশের বিভিন্নস্থান থেকে আসা দর্শনার্থীরা ভিড় ছিল উপচে পড়া।

সুলতান উৎসব মানেই ভক্তদের মিলন মেলা। মেলাকে আরো প্রাণবন্ত করে তুলতে বিভিন্নস্থান থেকে আসা ব্যবসায়ীরা ব্যস্ত ছিলেন রকমারী পণ্যের পসরা নিয়ে।

প্রতিদিন শিল্পীর জীবন ও শিল্পকর্ম নিয়ে সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।