নড়াইলে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

নড়াইলে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

শেয়ার করুন
নড়াইলে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা
নড়াইলে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

।। কার্ত্তিক দাস,নড়াইল।।

মাদক সেবন এবং বিক্রি অভিযোগে অতিষ্ঠ হয়ে বাবা নিজের ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন। রোববার (২৭ মার্চ) রাতে নড়াইলের কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসি জানান,মাধবপাশা গ্রামের মিকাইল হোসেনের ছেলে মোজাম্মেল মোল্লা স্থানীয় বাজারে তার বাবার মুদি দোকানের কাজে সহায়তা করতো। ছেলের চালচলন দেখে বাবার সন্দেহ হয়। এক পর্যায়ে ছেলেকে নজরদারিতে রাখা শুরু করেন।

ছেলেকে আয়ত্বে আনতে না পারায় বাবা নিজেই ছেলের বিরুদ্ধে কালিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

রোববার (২৭ মার্চ) রাতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো.জহুরুল ইসলাম দোকানে অভিযান চালালে বাবা ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।

মাদকাসক্ত ছেলে ম্যাজিষ্ট্রেটের কাছে মাদক সেবনের কথা স্বীকার করলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।