নড়াইলে ফসলি জমি নষ্ট করে মাছের ঘের

নড়াইলে ফসলি জমি নষ্ট করে মাছের ঘের

শেয়ার করুন

narail pic

ছবি -এটিএন টাইমস

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
নড়াইলে খালের মুখ বন্দ করে অপরিকল্পিতভাবে মাছের ঘের নির্মাণ করা হয়েছে। এতে এক হাজার একর
কৃষি জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। এলাকাবাসি জলাবদ্ধতা নিরসনে খাল সংলগ্ন ঘেরের চারটি মুখ
কেটে দিয়ে পানি বের করার ব্যবস্থা করেছে। ঘের মালিক মিন্টু মিয়া বাধা দিতে গেলে এলাকাবাসির
প্রতিরোধের মুখে পালিয়ে আত্মরক্ষা করেন। বুধবার নড়াইল সদর উপজেলার কামাল প্রতাপ গ্রামের
আন্দারকোঠা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে মিন্টু মিয়া এলাকার প্রভাবশালী ব্যক্তি। বৃহস্পতিবার তিনি লোকজন নিয়ে জোর করে কেটে
দেওয়া ঘেরের দুইটি মুখ বন্ধ করে দিয়েছেন। ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানতে চাইলে পুলিশ সুপার প্রবীর কুমার রায় এটিএন টাইমসকে বলেন, ঘটনা জানার পর সেখানে পুলিশ
মোতাযেন করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত।
এলাকার কয়েকজন মুরুব্বীর সাথে কথা বলে জানা গেছে,আন্ধারকোটা বিল মাছের অভয়াশ্রম হিসেবে
খ্যাত। কিন্তু এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি জোটবদ্ধ হয়ে ওই বিলে গত বছর থেকে মাছের ঘের
নির্মাণ করেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। বিষয়টি জেলা প্রশাসকসহ পুলিশ
প্রশাসনকে জানানো হয়। তখন তিন জন ঘের মালিককে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
খোজ নিয়ে জানা গেছে আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় দুইজন খুন হন। গ্রেপ্তার এড়াতে এলাকার
মাদবরেরা আত্মগোপন করেন। এই সুযোগে কৃষকদের ভয়ভীতি দেখিয়ে স্থানীয় প্রভাবশালী মহল জোর
করে ফসলি জমিতে ঘের কাটেন।
নাম প্রকাশ না করার শর্তে কৃষকরা জানান,সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাপ গ্রামের
এনায়েত কাজী ১৫ একর,লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের কামরুল খান ৪০ একর, কামঠানা গ্রামের
মিন্টু মিয়া ৭৫ একর জমিতে মাছের ঘের করেন। স্থানীয় কৃষকরা প্রতিবাদ করলে তাদের প্রাণ নাশের
হুমকী দেওয়া হয়। এলাকার মানুষ বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করেন। অভিযুক্ত ওই তিনজন ঘের
মালিককে আটক করা হলেও পরে তারা ছাড়া পেয়ে পুনরায় ঘেরের কাজ শুরু করেন।
কামাল প্রতাপ গ্রামের কৃষক বাশগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইমরুল শেখ, ইনজাহের
কাজী, আমাদা গ্রামের মুকুল শেখ, জামাল শেখ জানান, আন্ধারকোটা বিলে পাশাপাশি ১৫টি গ্রামের কৃষকদের
জমি রয়েছে। এসব জমির মালিকদের না জানিয়ে অপরিকল্পিতভাবে জোর করে ঘের কাটা হয়েছে। ঘের কাটার
কারণে ওই সকল কৃষকদের জমিতে যাতায়াতের কোন ব্যবস্থা রাখা হয়নি।
কয়েক দিনের টানা বর্ষণে বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে আউশ, আমন ধান ও
পাট। শীত মৌসুমে জমিতে পানি জমে থাকায় বোরো আবাদও করতে পারেনি।
সরেজমিন দেখা গেছে,বর্ষা মৌসুমে বিলের এই পানি স্থানীয় হাজরাখালি বিল দিয়ে বের হয়ে লাইনের খাল
হয়ে নদীতে নিষ্কাশিত হয়। কিন্তু অপরিকল্পিত ঘের কাটার কারণে সেই পানি বের হতে না পেরে
জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের জন্য এলাকার মানুষ ১৩০ একর বিশাল ঘেরের বিভিন্ন
স্থানের চারটি মুখ কেটে দেয়। ঘের মালিকরা বাধা দিতে গেলে এলাকার মানুষের প্রতিরোধে ঘের মালিকদের
সঙ্গে বচসা হয়।
ঘের মালিক মিন্টু মিয়া বলেন,জলাবদ্ধতার জন্য অন্য ঘেরের মালিকরা দায়ি। তিনি দাবি করেন পানি
নিষ্কাশনের জন্য অন্য ঘের মালিকদের ঘের না কেটে শুধু আমার ঘেরের পাড় কেটে দেওয়ায় আমি
চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। ঘেরের অনেক মাছ ভেসে গেছে। বাধ্য হয়ে আমি কেটে দেওয়া ঘেরের দুইটি
মুখ বন্ধ করে দিয়েছি।