নড়াইলে পুলিশ সুপারের প্রচেষ্টায় চুরি যাওয়া ইজিবাইক ফিরে পেল রাজু

নড়াইলে পুলিশ সুপারের প্রচেষ্টায় চুরি যাওয়া ইজিবাইক ফিরে পেল রাজু

শেয়ার করুন

esibayek।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
মো.রাজু হোসেনের ৬ সদস্যের সংসার চলে ইজিবাইক চালিয়ে। রাজু যশোর জেলার বাঘারপাড়া উপজেলার সৈয়দ মাহামুদপুর গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে। গত ২৩ আগষ্ট যাত্রী নিয়ে নড়াইল শহরে আসলে তার বাইকটি চুরি হয়। নিরুপায় হয়ে রাজু নড়াইল সদর থানার ওসি মো.শওকত কবিরের কাছে অভিযোগ করেন। ওসি শওকত কবির বিষয়টি পুলিশ সুপারকে অবগত করলে পুলিশ সুপার প্রবীর কুমার রায় তাৎক্ষণিক নড়াইল জেলার প্রতিটি পুলিশ ইউনিটে চেক পোষ্ট বসানোর নির্দেশ দেন। চেকপোষ্ট বসানোর ফলে লোহাগড়া উপজেলার নলদী ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.এনামুল হক যানবাহন চেক করার সময়ে মো.আব্দুল আজিজ শেখ (৩০) নামে একজন ইজিবাইক চালককে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আজিজ শেখ ইজিবাইক চুরির কথা স্বীকার করেন। আজিজ শেখ গোপালগন্জ জেলার গোপালগন্জ উপজেলার সুলতান শাহী গ্রামের আবু তালেব শেখের ছেলে।

নড়াইল সদর থানার ওসি শওকত কবির বলেন,আসামির বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।