নেত্রকোণায় সয়াবিন তেলের মূল্যে কারসাজির অভিযোগে জরিমানা

নেত্রকোণায় সয়াবিন তেলের মূল্যে কারসাজির অভিযোগে জরিমানা

শেয়ার করুন

FB_IMG_1646743119772নেত্রকোণা প্রতিনিধিঃ মঙ্গলবার (৮ মার্চ) নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর, বিজয়পুর এবং শিবগঞ্জ বাজারে পরিচালিত অভিযানে সয়াবিন তেলের মূল্য ঘষামাজার মাধ্যমে প্রতারণার অভিযোগে কৃষ্ণেরচরের সিরাজুল স্টোরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আরও ৫টি প্রতিষ্ঠানকে মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ৩০০০০ টাকা জরিমানা করাসহ আজ ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ আলম,  সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হাবিলউদ্দীন এবং দূগাপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর।