বাংলাদেশ সিরিজের বিরুদ্ধে প্রোটিয়াদের দল ঘোষণা

বাংলাদেশ সিরিজের বিরুদ্ধে প্রোটিয়াদের দল ঘোষণা

শেয়ার করুন

Sports

ক্রীড়া ডেস্ক।।

ভারতীয় প্রিমিয়ার লিগ-আইপিএল এর সঙ্গে চুক্তি হওয়া আট ক্রিকেটারকে নিয়েই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে ইনজুরির কারণে টাইগারদের বিপক্ষে খেলতে পারবেন না পেসার এনরিক নরকিয়া ও সিসান্দা মালাগা।

আগামী ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলবে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের ওয়ানডে সিরিজ। আইপিএল শুরু হবে ২৬ মার্চ থেকে। এবারের আইপিএলে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন রাখা হয়েছে। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলায় ওই আট ক্রিকেটার আইপিএলের শুরুর ম্যাচ মিস করবেন।

তারপরও তাদের রাখা হয়েছে ওয়ানডে সিরিজের দলে। ওই আট ক্রিকেটার হলেন- কাগিসু রাবাদা, কুইন্টন কি কক, রেসি ভ্যান ডার ডুসন, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি, এইডেন মার্করাম, মার্কো জানসেন ও ডোয়াইন প্রিটোরিয়াস।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নির্বাচক জানিয়েছেন, যারা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না তারা ওয়ানডে সিরিজ শেষে আইপিএলে যোগ দিতে পারবেন। আইপিএলে যাওয়া আট ক্রিকেটারের মধ্যে ছয়জন প্রোটিয়াদের টেস্ট দলের অংশ। তাদের বিষয়ে দ্রতই সিদ্ধান্ত হবে বলেও জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সিরিজের দল-

টেন্ডা বাভুমা (অধিনায়ক), রিয়াদ মাহরেজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক, যুবাইর হামজা, মার্কো জানসেন,জানেম্যান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেল, আন্দালি ফেলুকাও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসু রাবাদা, তাবরেজ শামসি, রেসি ভ্যান ডার ডুসন, কাইল ভারানে।