নির্মান কাজ শেষ না হতেই বরিশালের উজিরপুরে হাত দিয়ে সড়কের পিচ ঢালাই...

নির্মান কাজ শেষ না হতেই বরিশালের উজিরপুরে হাত দিয়ে সড়কের পিচ ঢালাই টেনে তুলছে জনগণ

শেয়ার করুন

 

Screenshot (121)

।। মোঃ হুমায়ুন কবির, স্টাফরিপোর্টার, বরিশাল ।।
জনগুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শেষ হতে না হতেই পিচ ঢালাই উঠে
যাচ্ছে। স্থানীয় জনগণ হাত দিয়েই সড়কের পিচ ঢালাই কার্পেটিং টেনে
তুলছেন। যা নিয়ে এলাকাবাসী, পথচারী এবং ওই সড়কে চলাচলকরা যানবাহন
চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর
উপজেলার ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ সানুহার-ধামুড়া সড়কের। স্থানীয়দের
অভিযোগ, নিন্মমানের সামগ্রী ব্যবহার করে সড়ক সংস্কার করায় কাজ শেষ
হতে না হতেই ইতোমধ্যে সড়কের কয়েকটি অংশের পিচ ঢালাই উঠে গেছে।
পিচ, পাথর ও বিটুমিনসহ চলমান সংস্কার কাজে নিন্মমানের সামগ্রী
ব্যবহার করার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা এলজিইডি
কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সানুহার-ধামুরা সড়কের কচুয়া
নামকস্থান থেকে ধামুরা বন্দর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার অংশের সংস্কারের
জন্য প্রাক্কলিন ব্যয় ধরা হয় ২ কোটি ৩৬ লাখ টাকা। কাজটির কার্যাদেশ পায়
মেসার্স মিজান মীম ও আলিফ ট্রেডার্স (জেবি) নামের যৌথ ঠিকাদারি
প্রতিষ্ঠান।
নিন্মমানের কাজ করার অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মাহবুবুর রহমান
মিরন জানিয়েছেন, নির্মাণ কাজে কোন ত্রæটি থাকলে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিবেন আমরা সেটা মেনে নেবো। সংস্কার কাজে
কোন প্রকার অনিয়ম হচ্ছে না জানিয়ে উজিরপুর উপজেলা এলজিইডি
প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম বলেন, সড়কটির পুরুত্ব হবে ২৫ মিলি। সে
অনুযায়ী সংস্কার কাজ চলছে এবং গুনগত মান এখন পর্যন্ত ঠিক রয়েছে।