‘নাসিরনগরে হামলাকারীদের ছাড় দেয়া হবে না’

‘নাসিরনগরে হামলাকারীদের ছাড় দেয়া হবে না’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নাসিরনগরে হামলাকারীদের ছাড় দেয়া হবে না। স্পষ্ট করেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই অনুষ্ঠানে  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনাকে তিল থেকে তাল করছে বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক।

৩০ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট দেয়া হয়েছে, এই অভিযোগ তুলে, সনাতন ধর্মাবলম্বীদের ১০টি মন্দির এবং শতাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।

হামলার ৯ দিন পর মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নাসিরনগরের ক্ষতিগ্রস্ত গৌরমন্দিরসহ কয়েকটি মন্দির পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তিনি।

পরে জেলা পুলিশ আয়োজিত সর্বদলীয় সুধী সমাবেশে আইজিপি শহিদুল হক বলেন, ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না। জনগণের নিরাপত্তা দিতে না পারায় ক্ষমা চান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।