ত্রিশালে শনিবার থেকে প্রাণীসম্পদ মেলা শুরু

ত্রিশালে শনিবার থেকে প্রাণীসম্পদ মেলা শুরু

শেয়ার করুন
FB_IMG_1622642566572
ছবি – এটিএন টাইমস
।। মামুনুর রশিদ, ত্রিশাল, ময়মনসিংহ ।।
ময়মনসিংহের ত্রিশালে আগামীকাল শনিবার ( ৫ জুন) দিনব্যাপী প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিত হবে।
ত্রিশাল উপজেলা প্রাণীসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে দিনব্যাপী মেলাটি উদ্বোধন করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি। ত্রিশাল পৌর শহরের ৫ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত প্রাণীসম্পদ অফিসটি সেজেছে নতুন সাজে । ইতিমধ্যেই  প্রাণী সম্পদ হাসপাতাল চত্বরে মেলায় প্রদর্শনীর যোগ্য বিভিন্ন স্টল নির্মাণ করা হয়েছে । জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী মেলা উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করবেন।  বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মতিন সরকার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।    ত্রিশাল প্রাণীসম্পদ কর্মকর্তা ড, হারুন-অর-রশিদ জানান, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলা সক্ষমতা  সৃষ্টি ও উন্নত জাতের পশুপালন আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে মেলায় আগতদের পরামর্শ দেওয়া হবে।