ত্রিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ত্রিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

শেয়ার করুন
IMG_20210603_174702
ছবি – এটিএন টাইমস
।। মামুনুর রশীদ, ত্রিশাল,য়মনসিংহ ।।
ময়মনসিংহের ত্রিশালে শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি নজরুল একাডেমি মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক, বালিকা অনুর্ধ্ব-১৭, বৃহস্পতিবার (০২জুন) বিকেলে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
এ ফাইনাল খেলায় পৌরসভা বনাম ধনীখোলা ইউনিয়নের মধ্যে ৪ – ০ গোলে ধনীখোলা ইউনিয়নকে পরাজিত করে ত্রিশাল পৌরসভা বিজয়ী হয়েছেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মতিন সরকার,
ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান,  সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, ত্রিশাল থানা  অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক নবী নেওয়াজ সরকার ,সাবেক ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, নজরুল একাডেমির প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের  সাবেক সাধারণ সম্পাদক  আব্দুল হামিদ, ধানীখোলা  ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ প্রমূখ।