তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যহত, পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যহত, পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

শেয়ার করুন

image

।। মোঃসোহেল রানা, মানিকগঞ্জ ।।
পদ্মার তীব্রস্রোতে ফেরি চলাচল ব্যহত হওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া -দৌলতদিয়া নৌ-রুটের পাটুরিয়া ফেরিঘাটে ঘাটে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। যাত্রীদের অভিযোগ সংশ্লিষ্ট কতৃপক্ষ ঘাটে যানবাহন পারাপারের ক্ষেত্রে প্রতিনিয়ত অনিয়ম করায়। তাদের এ দূর্ভোগ পোহাতে হচ্ছে।
শুক্রবার দুপুর ২ টার দিকে ঘাটের ট্রাকটার্মিনাল , ঢাকা-পাটুরিয়া মহাসড়কের নতুন ফরিদপুর বাসস্ট্যান্ড এলাকায় শত শত যাত্রীবাহি বাস ও পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখাগেছে। এছাড়া ৫ নম্বর ফেরিঘাট এলাকা ও ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কের সংযোগ মোড় উথলী এলাকায় দেখাগেছে একই চিত্র।
পারাপারের জন্য এ নৌ-রুটের বহরে ১৭ টি ফেরি যুক্ত আছে। অন্য একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারনে মেরামতের জন্য ঘাটের ভাসমান কারখানা মধুমতিতে নেওয়া হয়েছে।

ঘাটের বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানিয়েছেন,পদ্মার তীব্রস্রোতে ফেরি চলাচল ব্যহত হওয়ায়,যাত্রী ও যানবাহনের চালকদের ফেরি পারাপারের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে।