তিন জেলায় কথিত বন্দুকযুদ্ধে নিহত তিন

তিন জেলায় কথিত বন্দুকযুদ্ধে নিহত তিন

শেয়ার করুন

বন্দুকযুদ্ধ gunfight-atn-timesএটিএন টাইমস ডেস্ক :

দেশের ৩ জেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ীসহ ৩ জন নিহত হয়েছেন।

র‌্যাব জানায় রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর বেলপুকুরের তাড়াশ এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় র‌্যাব। এসময় মাদক বিক্রেতারা টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই আবদুর রশীদ নামে একজন মাদক বিক্রেতা নিহত হন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

নাটোরের বড়াইগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কাবিল শেখ নামে এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে।  ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

এদিকে ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনির নামে অস্ত্র-ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে অন্তত ১০টি মামলা রয়েছে।