ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপে বার্সা-রিয়ালের হার

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপে বার্সা-রিয়ালের হার

শেয়ার করুন

usa_today_11004884.0স্পোর্টস ডেস্ক :

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপে হোঁচট খেয়েছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। রোমা ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, মিলানের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে টটেনহাম হ্যাটসপর।

টেক্সাসের এটি এন্ড টি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটে মিডফিল্ডার রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর রোমাকে সমতায় ফিরতে অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। স্ট্রাইকার স্টিফেন শারাওয়ির গোলে সমতায় ফেরে তারা।

ম্যাচের ৪৮ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যালকম ফিলিপের গোলে স্কোরলাইন ২-১ করে কাতালান ক্লাব। এরপর আর খুঁজে পাওয়া যায়নি তাদের।

৭৮ মিনিটে আলেসান্দ্রো ফ্লোরোনজির গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-২। ৮৩ মিনিটে রায়ান ক্রিসট্যান্ট গোল করলে প্রথমবারের মতো এগিয়ে যায় রোমা। এর ২ মিনিট পর ডিয়েগো পেরোটির গোল জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা।

অন্য ম্যাচে, রিয়ালের বিপক্ষে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যানইউ। যার কারণে ১৮ মিনিটে সানচেজের গোলে এগেয়ে যায় তারা। এরপর হেররার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দ্য রেডস ডেভিলসরা।

প্রথমার্ধে শেষ সময়ে গ্লাকটিকোদের হয়ে এক গোল শোধ করেন করিম বেনজেমা।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমন-পাল্টা-আক্রমন চালালেও শেষ পর্যন্ত কোন দলই গোল করতে না পারায় জয় পায় ইংলিশ জায়েন্টরা।