ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে লকডাউনে ৩য় দিনে পুলিশের কঠোর তৎপরতা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে লকডাউনে ৩য় দিনে পুলিশের কঠোর তৎপরতা

শেয়ার করুন
received_1159270527918809
।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর।।
কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বিধিনিষেধ মেনে চলছে লকডাউন।বাস্তবায়নের চেষ্টায় কঠোর অবস্থানে রয়েছে গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ।
সরকারের আদেশ ক্রমে এক সপ্তাহের লকডাউনের ৩য় দিনে (শুক্রবার ২৬ জুন)  সকাল থেকে জেলা ট্রাফিক পুলিশের নেতৃত্বে মহাসড়ক গুলোতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পুলিশ কঠোর তৎপরতা
চালাচ্ছে।
সরজমিনে দেখা যায়,”বিধিনিষেধ অনুযায়ী উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সব ধরণের গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে।জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্স পণ্যবাহী ট্রাক,রিকশা, সিএনজি চালু রয়েছে।
দুরপাল্লার জেলা থেকে আসা যাত্রীরা পরেছে বিপাকে,পোহাতে হচ্ছে চরম ভোগান্তীতে।
এদিকে পোষাক তৈরি কারখানা সহ বিভিন্ন কলকারখানা খুলা থাকায় অটোরিকসা, ইজিবাইক ও সিএনজি করে দিগুন ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ জনগনের।
দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কঠোর অবস্থানে পুলিশ।সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে
চেকপোস্ট বসানোর হয়েছে।
গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক খায়রুল হাসান সরকার জানান,”সকাল থেকেই নিজে মাঠে থেকে সব কিছু তদারকি করেন।”