ডিএনসিসি’র মেয়র পদ শূন্য ঘোষণা: ৯০ দিনের মধ্যে উপনির্বাচন

ডিএনসিসি’র মেয়র পদ শূন্য ঘোষণা: ৯০ দিনের মধ্যে উপনির্বাচন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি’র মেয়রের পদ শূন্য হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রোববারই পদটি শূন্য হয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী ৯০ দিনের মধ্যে ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সে হিসেবে আগামী ২ মার্চের মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। লন্ডনে সাড়ে চার মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর, গত ৩০ নভেম্বর ঢাকা উত্তরের প্রথম নগরপিতা আনিসুল হকের মৃত্যু হয়। মেয়র পদটি শূন্য হয়।