টাঙ্গাইলে যমুনার ভাঙ্গনে ঘরবাড়ি বিলীন

টাঙ্গাইলে যমুনার ভাঙ্গনে ঘরবাড়ি বিলীন

শেয়ার করুন

Captureমো. নাসির উদ্দিন, টাঙ্গাইল প্রতিনিধি :

যমুনার ভাঙ্গনে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইনিয়নে ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। ইউনিয়নের চরপৌলী গ্রামে এক রাতে শতাধিক ঘরবাড়ি যমুনায় বিলীন হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই যমুনার ভাঙন তাদের সবকিছু কেড়ে নিচ্ছে। ভাঙনের হুমকিতে পড়েছে দুই শতাধিক তাঁত পল্লী। প্রতিবছর ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে।

সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে বর্ষা মৌসুমে প্রতিবছরই যমুনার ব্যাপক ভাঙন দেখা দেয়। তবে এবছর ভাঙ্গনের তীব্রতা অনেক বেশী। যমুনার পানি বাড়ার সাথে সাথে ভাঙন মারাত্বক আকার ধারণ করেছে। ভাঙ্গনের মুখে বাড়িঘর- তাঁত পল্লীর ঘরগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে স্থানীয়রা। ইতিমধ্যে বসতভিটা ও ফসলি জমি এবং চরপৌলী হাটের অর্ধ শকাধিক দোকানপাট, একটি উচ্চ বিদ্যালয়, দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি মসজিদ সহ বহু স্থাপনা যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন ঠেকাতে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলে উত্তর-দক্ষিণ বরাবর একটি বেরী বাঁধ নির্মাণের প্রকল্প মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে জানায় পানি উন্নয়ন বোর্ড ।

যমুনার ভাঙ্গন ঠেকাতে দ্রুত  প্রযোজনীয় পদক্ষেপ না নিলে কাকুয়া ইউনিয়ন নদীতে বিলীন হয়ে যাবার আশংকা করছে স্থানীয়রা।