গাজীপুরে বিভিন্ন দোকান ও রেস্তোরাকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা

গাজীপুরে বিভিন্ন দোকান ও রেস্তোরাকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি :

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ওজনে কম দেয়ার অভিযোগে গাজীপুরের সফিপুর বাজারের কয়েকটি দোকান ও রেস্তোরাঁ মালিককে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ শামসুজ্জোহার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে চার চাল ব্যবসায়ীকে ৭২ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় চার রেস্তোরাঁ মালিককে ৪৪ হাজার টাকা এবং ওজনে কম দেয়ার অভিযোগে তিনজন মাংস বিক্রেতাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।