১০ মেগাপ্রকল্পের জন্য আরও ১ লাখ ৮১ হাজার কোটি টাকা বরাদ্দ

১০ মেগাপ্রকল্পের জন্য আরও ১ লাখ ৮১ হাজার কোটি টাকা বরাদ্দ

শেয়ার করুন

1489686575_11নিজস্ব প্রতিবেদক :

সরকারের নেয়া ১০টি মেগাপ্রকল্পের কোনটিই শেষ হবে না চলতি বছরের মধ্যে। তবে, নির্বাচনী বছর হওয়ায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নতুন অর্থবছরেও ১৭ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে এডিপিতে। সরকার বলছে, অর্থনীতিতে সুদূপ্রেসারী প্রভাবের কারণে মেগাপ্রকল্প বাস্তবায়নে সরকারের আগ্রহ এবং নজরদারি দুটোই বেশি।

বাজেটে উন্নয়ন খাতের বরাদ্দের হিসাবটা হয়ে যায় আগেই। আর সেই বার্ষিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী  নতুন অর্থবছরে এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে মোট ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা। যার মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে পরিবহন খাত।

এ খাতে এবার বরাদ্দ থাকছে ৪৫ হাজার ৪৪৯ কোটি ৮৭ লাখ টাকা, যা মোট এডিপির ২৬ দশমিক ২৭ শতাংশ। এর মধ্যে ৫ হাজার ৩৩০ কোটি টাকা থাকছে পদ্মা রেল লিংক প্রকল্পের জন্য। আর পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প পাচ্ছে ৪ হাজার ৩৯৫ কোটি টাকা।

রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেল প্রকল্পের জন্য বরাদ্দ থাকছে ৩ হাজার ৯০২ কোটি টাকা।  বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বুক চিরে বয়ে যাওয়া কর্ণফুলী নদীর দু’পাড়কে সংযুক্ত করার জন্য কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৯০৫ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।

এর বাইরে দোহাজারি-ঘুমধুম রেলপথ প্রকল্পে ১ হাজার ৪৫০ কোটি টাকা বরাদ্দ রয়েছে আগামী বাজেটে।