কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ

কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ

শেয়ার করুন
Screenshot_20211203-123710~3।। নেত্রকোণা প্রতিনিধি ।।
শুক্রবার (৩ ডিসেম্বর) “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকাল ১১ টা নাগাদ এক আলোচনা সভা করা হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  কাজি মোঃ আবদুর রহমান।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্থানীয় এনজিওসমূহের সহযোগিতায় অনুষ্ঠিত এ আলোচনা সভার সভাপতিত্বে করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল-আল আমিন মিয়া।
আলোচনা শেষে  প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।